রাজ্য

তৃণমূল নেতার বাড়িতে মিলল ইভিএম!‌

রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হতেই তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল একাধিক ইভিএম এবং ভিভিপ্যাট। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসিবেড়িয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই নেতার বাড়িতে যে সেক্টর অফিসার ইভিএম নিয়ে এসেছিলেন বলে অভিযোগ তাঁকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে বলে খবর। ওই ঘটনায় দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, পঞ্চায়েত ভোটের সময় ব্যালটবক্স নিয়ে চলে গিয়েছিল। কোথাও পুকুরে ফেলেছিল ব্যালটবক্স। এভাবেই ভোট হতো এতদিন। আমার মনে হয়, অভ্যাস পাল্টাতে সময় লাগবে।
অভিযোগ, সোমবার মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেন সেক্টর অফিসার। এই খবর জানাজানি হতেই ওই তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন। উত্তেজনা ছড়ায়। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‌ইভিএমের উপর বিশ্বাস নেই তৃণমূলের। সেই ইভিএমই নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। তৃণমূল ধরে নিয়েছে হেরে গিয়েছে। তাই গণ্ডগোল করে জেতার চেষ্টা করছে। এটা পুরনো অভ্যাস।’‌
অভিযুক্ত সেক্টর অফিসারের দাবি, যে বাড়িতে তিনি ইভিএম রাখতে গিয়েছিলেন সেটি যে তৃণমূল নেতার বাড়ি তা তিনি জানতেন না। তিনি আরও বলেন, ‘‌ইভিএম আর ভিভিপ্যাটগুলো নিয়ে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমাদের অবস্থার কথা রিটার্নিং অফিসারকে জানানোয় তিনি রাস্তায় রাত কাটাতে বলেন। আমি আমার দুই সহকর্মীর কথা শুনে স্থানীয় এক বাসিন্দার বাড়ি রাত কাটাতে যাই। সেটি যে তৃণমূল নেতার বাড়ি তা আমি জানতাম না।’‌
মোট ৪টি ইভিএম এবং ৪টি ভিভিপ্যাট পাওয়া গিয়েছে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে। ঘটনা নিয়ে অভিযোগ যায় নির্বাচন কমিশনে। তার পরই অভিযুক্ত ওই সেক্টর অফিসারকে সাসপেন্ড করে কমিশন। তার জায়গায় নতুন সেক্টর অফিসার এসেছেন।