বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটাভুটি হয়েছে অসমে। কিন্তু তার পরেই ঘটে গিয়েছে অদ্ভুত কাণ্ড। বিজেপি প্রার্থীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে ইভিএম। এই খবর চাউর হতেই বিরোধী এবং স্থানীয় বাসিন্দাদের তরফে প্রবল বিক্ষোভ দেখানো হয়। তবে কেন ওই প্রার্থীর গাড়িতেই ইভিএম তোলা হল, তার সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। আর সেই ইভিএমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই শোরগোল পড়ে যায়। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের রতনরী কেন্দ্রে। ভোটকেন্দ্র থেকে স্ট্রং রুমে ইভিএম নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব গাড়িটি আচমকা খারাপ হয়ে যায় বলে খবর। বিকল্প গাড়ির জন্য প্রিসাইডিং অফিসারের তরফে সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের গাড়িতে পাওয়া যায় একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন৷ স্থানীয়দের অভিযোগ, ভোট মেটার কিছুক্ষণ পর ওই বিধায়কের ব্যক্তিগত বোলেরো গাড়িতে পাওয়া যায় ইভিএমটি৷ এরপরেই প্রতিবাদে সোচ্চার হয় জনতা৷ রীতিমতো বিক্ষোভ দেখতে শুরু করেন তাঁরা। চালক ও গাড়িটিকে তারাই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।
বিকল্প কোনও গাড়ি আসার আগেই একটি ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন কমিশনের ওই গাড়িতে থাকা নির্বাচনী অফিসাররা। দেখা যায় ওই ব্যক্তিগত গাড়িটি করিমগঞ্জেরই পাথরকান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থীর। এই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ প্রিয়াঙ্কা লিখেছেন, প্রতিটি নির্বাচনে এমন একটি করে ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় ইভিএম কারও ব্যক্তিগত গাড়িতে৷ এরপরের বিষয়গুলিও মোটামুটি একইরকম৷ যেমন, গাড়িটি সাধারণত বিজেপি প্রার্থীদেরই হয়ে থাকে। স্ট্রং রুম যে এলাকায় রয়েছে, সেখানে গাড়িটা ঢুকলেই স্থানীয় বিরোধী সমর্থকরা ব্যাপারটা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়িটিকে ঘিরে ধরেন এবং চরম বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি অশান্ত হতেই গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান।
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এই জাতীয় অভিযোগের বিষয়ে অবিলম্বে কাজ করা উচিত নির্বাচন কমিশনের। ইভিএমের এই ঘটনা সমস্ত জাতীয় দলকে গুরুত্ব সহকারে পুনরায় মূল্যায়ন করা দরকার।’ জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিশাল পুলিশবাহিনী এনে বিক্ষোভ জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। অসমের কংগ্রেস নেতা গৌরব গগৈ এই প্রসঙ্গেই বলেন, ‘একমাত্র এই উপায়েই বিজেপি অসমে জিততে পারে।’