টালিগঞ্জে বন্ধ শ্যুটিং। এ কারণে টলি তারকাদের ঘরে বসেই দিন কাটছে। করোনা সংক্রমণের ভয়ে ঘরে বন্দি হয়েই পরিবারের সঙ্গে দিন কাটছে অভিনয়শিল্পীদের। কোয়ারেন্টিন সময়টাকেই তারকারা নানাভাবে ব্যয় করতে চেষ্টা করছেন। বাড়িতে বসে কেউ রান্নার ভিডিও আপলোড করছেন, কেউ আবার শরীরচর্চা করে সময় কাটাচ্ছেন। কেউ আবার মন দিয়েছেন টিকটকেও। সেই তালিকা থেকে বাদ পড়লেন না মনামি ঘোষ।
মনামি এবার একটা ভিডিও শেয়ার করলেন। যেখানে অভিনেত্রীকে মন খুলে নাচতে দেখা যাচ্ছে। তাল-এ ঐশ্বরিয়া রাইয়ের তাল সে তাল মিলা-র ছন্দে এবার হিল্লোল তুললেন মনামি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ারও করেন একদম ছোট্ট করে। তবে ভক্তদের অভিনেত্রী নিরাশ করেননি। ইউটিউব-এ পুরো ভিডিও আপলোড করেন অভিনেত্রী। মনামির নাচ দেখে যেমন খুশি তাঁর গুণমুগ্ধরা, তেমনি তাঁর সহকর্মীরাও একের পর ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে।