করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। জীবন–জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। লকডাউনের জেরে সমস্যা বেড়েছে। এবার করোনার কোপ পড়েছে ভারতীয় রেলে। এখানে প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছেন ১০০০ কর্মী। এই পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ট্রেন বাতিল করে দিতে হয়েছে।
করোনার সংক্রমণে এখনও পর্যন্ত ১৯৫২ জন রেলকর্মী প্রাণ হারিয়েছেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা জানান, গত বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ১৯৫২ রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আর রেলে প্রত্যেকদিন ১০০০ জন কর্মী কোভিডে আক্রান্ত হচ্ছেন। ভারতীয় রেল এমন এক সংস্থা যেখানে রোজ কাজের সূত্রে বহু মানুষের যাতায়াত।
এখনও ৪০০০ রেলওয়ে কর্মী এবং তাদের পরিবারের অনেকে হাসপাতালে ভর্তি। ইউনিয়ন অব রেল ওয়ার্কারস অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশন কয়েকদিন আগে রেলমন্ত্রী পীযূষ গোয়ালের কাছে চিঠি দিয়ে করোনাভাইরাস প্যান্ডেমিক চলাকালীন কাজ করতে গিয়ে প্রাণ হারানো রেলকর্মীদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
