দেশ ব্রেকিং নিউজ

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, আপাতত জেল হেফাজতেই কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও জামিন মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল মামলার শুনানি। তবে, এই মামলা বিচারাধীন হওয়ার কারণে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। আগামী ২৬ জুন হাইকোর্টের আবগারি দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। ততদিন পর্যন্ত তিহাড়েই থাকছেন কেজরিওয়াল।

এর আগে গত বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিন দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। কিন্তু, এদিন সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর শুক্রবার হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দেয়।