RG Kar হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। তারই মধ্যে আদালতের নির্দেশের পরেও আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে। RG Kar -এ নির্যাতিতার ছবি-পরিচয় যাতে কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়, তার জন্য আগেও কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা ডিলিট করে দেওয়ারও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও সোশ্যাল মিডিয়ায় এখনও আরজিকরের নির্যাতিতার নাম ও ছবি ছড়াচ্ছে বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতে এবার সিবিআই-র রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস.শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট চাওয়া হয়েছে।
এদিকে, বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজিকর মামলা রাখা হয়নি বলেই জানা গিয়েছে। তবে রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, অসুস্থতার কারণেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনেকদিন ধরে কোর্টে আসছেন না। বৃহস্পতিবারও তিনি কোর্টে আসতে পারছেন না। এর আগে বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না।