আন্তর্জাতিক লিড নিউজ

এবার বাংলাকে সাহায্য করবে ইউরোপীয় ইউনিয়ন

বাংলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ১ হাজার কোটি টাকার অনুদানের কথা। এবার বাংলার এই দুর্দশার দিনে স্তম্ভিত ইউরোপীয় ইউনিয়নও বড় অনুদানের কথা ঘোষণা করল। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার জানিয়েছে, আমফান বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে ভারতকে পাঁচ লক্ষ ইউরো দেবে তারা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলা আবার জগৎ সভায় জায়গা করে নিয়েছে।
আমফান তাণ্ডবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত ৮৬। সঙ্গে হাজার হাজার মানুষ গৃহহীন। ওড়িশার বেশ কিছু অঞ্চল বিপর্যস্ত। ইউ কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনারসিক বলেন, আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ এবং যেসব স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা করোনার মধ্যেও কাজ করবেন তাঁদের বাঁচাতে তারা সচেষ্ট। একইসঙ্গে সবরকম সাহায্য করতেও তারা প্রস্তুত।
এদিকে ভারতকে পাঁচ লক্ষ ইউরো দেওয়ার পাশাপাশি বাংলাদেশকেও ১১ লক্ষ ইউরা দেবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পর বাংলাদেশে প্রবেশ করে। আমফানের তাণ্ডব–নৃত্যের সামনে বাংলাদেশকে সেভাবে পড়তে না হলেও সেদেশে ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষতি করেছে। জানা গিয়েছে, ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে সেদেশে। তাছাড়া মৃত্যুও হয়েছে ২০ জনের উপর।
ঘূর্ণিঝড় আমফান বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে প্রবেশ করে৷ তা বাংলাদেশে গিয়ে শক্তি হারালেও ক্ষয়ক্ষতি হয়েছে৷ মূলত সাতক্ষীরা, যশোর, নওগা, রাজশাহী, রংপুর–সহ ২৬টি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে৷ গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে যায় যশোর–বেনাপোল সড়ক৷
অন্যদিকে পশ্চিমবঙ্গ–ওড়িশার উপর আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। দুই রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে মরিয়া প্রশাসনও। ওড়িশার স্বাভাবিক ছন্দে ফিরতে ২৪–৪৮ ঘণ্টা লাগবে বলে জানালেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ডিরেক্টর জেনেরাল এস এন প্রধান। আমফানের জেরে পশ্চিমবঙ্গে ক্ষতির পরিমাণ বেশি। বিপর্যস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজের জন্য রাজ্যের তরফে আরও চারটি দলের আবেদন জানানো হয়।