জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম-সহ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা। পরিস্থিতি এতটাই খারাপ যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দেড়শো-র বেশি মানুষের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি ও বেলজিয়াম। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের চ্যান্সেলর ও প্রেসিডেন্ট।
জানা যাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে অতি প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে। যার আগাম কোনও পূর্বাভাস ছিল না। ফলে পরিস্থিতি মোকাবিলা করার কোনও সুযোগ পায়নি একাধিক দেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জার্মানির পশ্চিমাঞ্চল। বন্যায় অনেকেই বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন। উদ্ধারকারী দল সেই সমস্ত এলাকায় পৌঁছনোর চেষ্টা করছেন। জার্মানির এক প্রখ্যাত দৈনিক এই বন্যাকে ‘মৃত্যুর বন্যা’ আখ্যা দিয়েছে।
ওই দেশের দেশের বেশ কয়েকটি জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার জলের জন্য। এমনকি জলের তোড়ে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে গেছে, গাছ উপড়ে পড়েছে, গাড়িও ভেসে গেছে। এলাকাবাসীরা বলছেন, গত ২০ বছরের মধ্যে এমন বন্যা তাঁরা দেখেননি। জার্মানি ও বেলজিয়ামে ১৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে দুই দেশের প্রশাসন। একইভাবে বেলজিয়ামের একটি অঞ্চলের প্রায় ২১ হাজার মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।