খেলাধুলা ব্রেকিং নিউজ

UEFA: ইউরোপা লিগের ফাইনাল, শিরোপা জিতবে কোন দল?

ইউরোপা লিগের ফাইনাল বুধবার। ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা উৎসব করেছে সেভিয়া। বুধবার গৌরবের রেকর্ডটা অক্ষুণ্ন রাখতে আরেকটি ফাইনাল খেলতে নামছে স্পেনের এই ক্লাব। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১টায় বুদাপেস্টের পুসকাস এরিনায়।

এর আগে ইউরোপীয় ফাইনালে হারের অতীত নেই রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়নস লিগসহ পাঁচে পাঁচ জয় তার! নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লীগ জেতান পর্তুগিজ কোচ।

দ্বিতীয় মরসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে তোলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। তাইতো রোমা সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মরিনহো। তাই বুধবার ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মরিনহো। রোমা ফ্যানদের জন্য জিততে চান ইউরোপা লীগ শিরোপা। এখন খেলার ময়দানে কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে খেলাপ্রেমীরা।