এবারের ইউরোয় সবচেয়ে সাবলীল খেলছে ইংল্যান্ড। তাঁদের স্বপ্নের দৌঁড় অব্যাহত কোয়ার্টার ফাইনালেও। আন্দ্রে সেভচেঙ্কোর দল ইউক্রেনকে হ্যারি কেন-রহিম স্টার্লিংরা ৪ গোলের মালা পরিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিলেন।
শনিবার মাঝরাতের ম্যাচে একেবারে শুরুর দিকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইউক্রেন। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি, কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য ফুটবল উপহার দিল সাউথগেটের ছেলেরা। ইউক্রেনকে আক্রমণে ফালা ফালা করে দিল তাঁরা। ফলস্বরূপ আরও তিন গোল পেল ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করলেন ইংরেজ ডিফেন্ডার হ্যারি ম্যাগিওর। এরপর নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করলেন হ্যারি কেন। ম্যাচের শেষ দিকে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোল করলেন পরিবর্ত খেলয়াড় হেন্ডারসন। তিনি ইংল্যান্ডের হয়ে এই প্রথম গোল করলেন। জাতীয় দলের হিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পর কোনও ফুটবলার গোল করার রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের হয়ে ৬২ ম্যাচ খেলার পর গোল করলেন হেন্ডারসন।