করোনাকালে হাঙ্গেরির বুদাপেস্টে স্টেডিয়াম ভর্তি দর্শক। এবারের ইউরো কাপে একমাত্র এই স্টেডিয়ামেই সব টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে সকলকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে ঢুকতে হয়েছে স্টেডিয়ামে। আর ৬৮ হাজার দর্শকদের সামনে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জোড়া গোলের সুবাদেই হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করল পর্তুগাল।
এদিন ঘরের মাঠে বেশ তেড়েফুঁড়ে খেলতে শুরু করে হাঙ্গেরি। তবে গোল পায়নি তাঁরা। যদিও অফসাইডের জন্য হাঙ্গেরির একটি গোল বাতিল হয়। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে তখনই গোল পায় পর্তুগিজরা। ৮৪ মিনিটে পর্তুগালের হয়ে প্রথম গোল করেন গুয়েরেইরো। যদিও হাঙ্গেরির এক ডিফেন্ডারের পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। আর ৯০+২ মিনিটে দারুণ ওয়ান-টু খেলে নিজের দ্বিতীয় গোল করলেন সিআর সেভেন। মাত্র ৮ মিনিটের মধ্যে তিনটি গোল করে তিন পয়েন্ট ঘরে তুলল পর্তুগিজরা।
You must be logged in to post a comment.