খেলাধুলা

Euro আপডেট: ১২১ মিনিটে গোল করে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

ধারে-ভারে অনেকটাই এগিয়ে ছিল সুইডেন। ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাঁরাই ছিল হট ফেবারিট, আর আন্ডারডগ ছিল ইউক্রেন। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করল সেই আন্ডারডগ দলই। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে অর্থাৎ ১২১ মিনিটে গোল দিয়ে ম্যাচ জিতে নিল শেভচেঙ্কোর ছেলেরা। আর হতাশায় ডুবে গেল সুইডিশরা।

মঙ্গলবার মাঝরাতে সুইডেন ও ইউক্রেনের ম্যাচে ছিল টানটান উত্তেজনা। এদিন গ্লাসগোয় শুরুতে দু’দলই মেপে খেলছিল। দু’দলই একাধিক গোলের সুযোগ পায়। তারইমধ্যে ২৭ মিনিটে এগিয়ে যায় আন্দ্রে শেভচেঙ্কোর দল, গোল করেন ওলেকসান্দার জিনচেঙ্কো। ফলে কিছুটা হলেও চাপে পড়ে যায় সুইডেন। যদিও হাফ-টাইমের ঠিক আগেই গোল শোধ করে দেন সুইডেনের এমিল ফর্সবার্গ। এবারের ইউরোয় চার ম্যাচে চার গোল করে ফেললেন সুইডিশ তারকা। এরপর দুই দলের প্রচুর গোলের সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৮ মিনিট বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন সুইডেনে সেন্ট্রাল ডিফেন্ডার মার্কাস ড্যানিয়েলসন। ফলে সুইডেনকে ১০ জনে খেলতে হয়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১২১ মিনিটে গোলদাতা জিনচেঙ্কোর মাপা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডিশ জালে বল জড়িয়ে দেন ইউক্রেনের ভোভবিক।