প্রাথমিক পর্যায়ের ম্যাচে তিনটি ম্যাচই জিতেছিল ডাচরা, গোলও করেছিল সবচেয়ে বেশি। কিন্তু আশা জাগিয়েও ফের নক আউট পর্যায় থেকেই বিদায় নিতে হল ডাচদের। সৌজন্যে ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লাইট। প্রথমার্ধেই লালকার্ড দেখলেন তিনি, আর গাড্ডায় ফেললেন দলকে। ফলে দশ জনের নেদারল্যান্ডসকে হেলায় হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চেক প্রজাতন্ত্র।
১০ জনের নেদারল্যান্ডসকে ২-০ গোলে উড়িয়ে ইউরো ২০২০-র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল চেক রিপাবলিক। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ১০ জনের নেদারল্যান্ডসকে ২-০ গোলে উড়িয়ে ইউরো ২০২০-র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল চেক রিপাবলিক। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ১০ জনের নেদারল্যান্ডসকে ২-০ গোলে উড়িয়ে ইউরো ২০২০-র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল চেক রিপাবলিক। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে করা হ্যান্ড বলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডি’লিটকে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত নেন। ফলে ১০ জন হয়ে যায় নেদারল্যান্ডস। এরপরই গোলের মুখ খোলে চেক। ৬৮ মিনিটে কালাসের পাস থেকে গোল করে চেক প্রজাতন্ত্রকে ১-০ এগিয়ে দেন টমাস হলস। আবার ৮০ মিনিটে হলসের পাস থেকে প্যাট্রিকের গোল। ফলে ২-০ এগিয়ে যায় চেক রিপাবলিক। আর ম্যাচ হেরে টুর্নামেন্টের বাইরে চলে যায় নেদারল্যান্ডস।
You must be logged in to post a comment.