খেলাধুলা ব্রেকিং নিউজ

Euro Cup আপডেট: রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল নেদারল্যান্ডস, হতাশ ইউক্রেন

রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু ঘরের মাঠেই কমলা বাহিনীকে অবাক করে দ্রুত দুই গোল শোধ করে ম্যাচে ফেরে ইউক্রেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তখন নেদারল্যান্ডসকে টেক্কা দিতে থাকে সেভচেঙ্কোর ইউক্রেন। কিন্তু দারুণ লড়েও শেষরক্ষা করতে পারেনি তাঁরা। ম্যাচের ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন ডাচ তারকা ডামফ্রিস। নাথান আকের ক্রসে হেডে বল জালে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে নেদারল্যান্ডস।

 

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোল হয়নি। যদিও নেদারল্যান্ডস বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউক্রেনের প্রতিরোধ ভেঙে গোল পায় ডাচ দল। ম্যাচের ৫২তম মিনিটে ডান দিক থেকে ডামফ্রিস ডি-বক্সে ডিপাইয়ের উদ্দেশে বিপজ্জনক ক্রস বেরিয়েছিলেন, সেটা এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে ঠেকান ইউক্রেনের গোলরক্ষক বুশচান। কিন্তু তার হাত থেকে বল চলে যায় সোজা জর্জিনিয়োর পায়ে। প্যারিস সাঁ জাঁ স্ট্রাইকার বল গোলে ঠেলতে ভুল করেনি। এর ৬ মিনিটের মাথায় ফের গোল পায় কমলা বাহিনী। এবার জোরালো শটে ইউক্রেনের গোলরক্ষককে পরাস্ত করেন স্ট্রাইকার ওয়াউট ওয়েহর্স্ট।

 

যদিও দু’গোলের যদিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডাচ দল। ম্যাচের ৭৫তম মিনিটে দূর থেকে উঁচু বাঁকানো শটের চমৎকার এক গোলে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। গোল করেন অধিনায়ক ইয়ারমোলেঙ্কো। চার মিনিট পরেই সমতায় ফেরে তারা। রুসলান মালিনভস্কির ফ্রি কিকে শরীর ভাসিয়ে হেডে গোলটি করেন রোমান ইয়ারেমচুক। এরপর অনেকটা খেলার গতিপথের বিপরীতেই গোল পেয়ে যায় নেদারল্যান্ডস। প্রায় শেষলগ্নে জয়সূচক গোলটি করেন ডামফ্রিস। ফলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতল নেদারল্যান্ডস।