এবারের ইউরোয় একেবারে নতুন দল নিয়ে খেলতে এসেছে নেদারল্যান্ডস। দলে তরুণ প্রতিভার ছড়াছড়ি। ডাচ দলকে নেতৃত্ব দিচ্ছেন জর্জনিয়ো ওয়াইনালডম, তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন মেমফিস ডিপাই। রোনান্ড কোম্যানকে সরিয়ে প্রাক্তন ডাচ তারকা ফ্রাঙ্ক ডি বোরেকে দায়িত্ব দেওয়ার পর ডাচ দল আরও বেশি কার্যকরী ফুটবল খেলছে। চলতি ইউরোয় পরপর দুই ম্যাচ জিতে ডাচ দল পৌঁছে গেল শেষ ষোলোয়।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ইউরোর দ্বিতীয় ম্যাচে খেলতে নামে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচের ১১ মিনিটের মাথায় পেনাল্টি পায় ডাচরা। স্ট্রাইকার ডিপাইকে বড় বক্সের মধ্যে ল্যাং মেরে ফেলে দেওয়ায় রেফারি পেনাল্টি দেন। যদিও VAR প্রযুক্তির সাহায্যে রেফারি নিশ্চিত হন। পেনাল্টি থেকে গোল করতে ভোলেননি ডিপাই। জাতীয় দলের জার্সি গায়ে নিজের ২৭ নম্বর গোলটি করে ফেললেন তরুণ এই ডাচ স্ট্রাইকার। এরপর একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি নেদারল্যান্ডস। এরপর ৬৭ মিনিটে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে ডাচদের জয় সুনিশ্চিত করেন তরুণ ফুলব্যাক ডামফ্রিস। ফলে ইতালি, বেলজিয়ামের পর তৃতীয় দল হিসেবে পরের পর্বের জায়গা নিশ্চিত করে নিল নেদারল্যান্ডস।
You must be logged in to post a comment.