গত বিশ্বকাপের রানার্স, কিন্তু এবারের ইউরো কাপে প্রথম দুই ম্যাচে সেভাবে ছাপ ফেলতে পারেনি ক্রোয়েশিয়া। যা নিয়ে ফুটবল সমালোচকদের বিদ্রুপের মুখে পড়তে হয় লুক মদ্রিচদের। কিন্তু ডি গ্রুপের লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করল তাঁরাই। গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্রোয়েশিয়া ৩-১ গোলে উড়িয়ে দিল স্কটল্যান্ডকে। অপরদিকে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইংল্যান্ড।
ইউরো কাপে জমজমাট ছিল গ্রুপ ডি-র লড়াই। একদিকে ইংল্যান্ড তিনটি ম্যাচের দুটি জয় ও একটিতে ড্র করে গ্রুপ শীর্ষে থাকল। অন্যদিকে বিশ্বকাপে রানার্স ক্রোয়েশিয়া ও অপর দল চেক প্রজাতন্ত্রের সামনে ছিল দ্বিতীয় স্থান দখলের লড়াই। মঙ্গলবার গভীর রাতে ক্রোয়েশিয়া স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গোল পার্থক্যে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। কারণ অপর ম্যাচে চেক হারল ইংল্যান্ডের কাছে। খেলার ফল ১-০, একমাত্র গোলদাতা রহিম স্টার্লিং। যদিও চেকের সামনে এখনও দরজা খোলা পরবর্তী রাউন্ডে যাওয়ার।
You must be logged in to post a comment.