সেমিফাইনালে উঠলেও স্পেনের খেলা খুশি করতে পারেনি সমর্থকদের। তবুও স্পেনকে সমীহ করছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। ২০০৮ ও ২০১২ সালে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে এবার খুব ভালো ফুটবল উপহার দিতে না পারলেও নক আউট পর্যায়ে তাঁরা ভয়ঙ্কর হয়ে উঠবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। অপরদিকে টানা ৩২ ম্যাচ অপরাজিত ইতালি। ফলে তাঁরা ইউরো সেমিফাইনালে যে হারতে চাইবে না সেটা স্বাভাবিক। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ফেভারিট ইতালি। কারণ এবারের ইউরো কাপে ইতালি বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছে। ডিফেন্সিভ ফুটবলের খোলস ছেড়ে তাঁদের খেলার স্টাইল পাল্টে ফেলার জন্য কুর্নিশ পাচ্ছেন ইতালির কোচ মানচিনি।
ইতালির কোচ বলেছেন, স্পেন গত ২০ বছর ধরে বিশ্ব ফুটবলে শাসন করছে। ইদানিং একটু চাপে পড়লেও তাঁরা নক আউটে ভয়ঙ্কর। তিনি আরও বলেছেন, স্পেন যে ধরণের ফুটবল খেলে অভ্যস্ত তাঁরা সেভাবেই খেলবে আশাকরি। তাই আমরা একটু পরিবর্তন করবো আমাদের খেলায়। ইতালির কোচের কথায় পরিস্কার স্পেনের আক্রমণ সামলাতে ইতালি রক্ষণ সামলে প্রতি আক্রমণে যেতে চায়। অপরদিকে স্পেনের কোচ লুইস এনরিকে জানিয়ে দিয়েছেন, স্পেন আক্রমণাত্মক ফুটবল খেলবে। ফলে ম্যাচ বেশ জমে যাবে বলেই ধারণা ফুটবলপ্রেমীদের।
You must be logged in to post a comment.