খেলাধুলা

Euro আপডেট: স্পেনকে থামিয়ে ফাইনালে ইতালি, জয় এল টাইব্রেকারে

গোটা ম্যাচে ইতালি দুই তিনটের বেশি সুযোগ তৈরি করতে পারেনি, অপরদিকে স্পেন ঝুড়িঝুড়ি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হল। ফলে টাইব্রেকারে ম্যাচ জিতে ইউরো কাপের ফাইনালে চলে গেল ইতালি। আর হতাশায় ডুবে গেল স্পেন। ১২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও খেলা শেষ হল ১-১ গোলে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর তাতেই বাজিমাত করল রবার্তো মানচিনির ইতালি।

মঙ্গলবার রাতে ইউরোর সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি ও স্পেন। দুই মহা শক্তিধর ফুটবল দলের লড়াইয়ের দিকে তাঁকিয়ে ছিল গোটা বিশ্ব। ধারে ভারে এগিয়ে ছিল স্পেন, কিন্তু এবারের ইতালি দলও টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল। এদিন ম্যাচের শুরু থেকেই ইতালির রক্ষনকে চাপে রাখে স্পেন। তবে প্রথমার্ধে কোনও গোল হয়নি। অনেকটা খেলার গতিপথের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে এক প্রতি আক্রমণে গোল তুলে নেয় ইতালি। কোচ রবার্তো ম্যানচিনিকে স্বস্তি এনে দিয়ে গোল করেন ইতালির ফেদেরিকো কিয়েসা। যদিও তাঁরা বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ২০ মিনিটের মধ্যেই গোল করে স্পেনকে স্বস্তি দেন পরিবর্ত হিসেবে মাঠে আসা মোরাতা। এরপর এক্সট্রা টাইমেও কোনও দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে মোরাতার শট বাঁচিয়ে ইটালিকে ফাইনালে তুলে দিলেন গোলকিপার দোনারুমা। স্পেনের হয়ে ড্যানি ওলমো এবং মোরাতা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। তাতেই স্বপ্নভঙ্গ হল স্পেনের।