খেলাধুলা ব্রেকিং নিউজ

Euro Cup আপডেট: টানা দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় ইতালি

এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েএকছে রবার্তো মানচিনির ইতালি। এই দলটাই ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই পারেনি। অথচ চলতি ইউরো কাপে ফুল ফোটাচ্ছে। ইউরোর যোগ্যতা পর্বে টানা ১০ ম্যাচ জিতেছিল ইতালি। সেই ধারা বজায় রেখে পর্বের দুই ম্যাচই জিতে পরের পর্বে চলে গেল। তুরস্কের পর সুইজারল্যান্ডকেও সহজে হারিয়ে দিল তাঁরা।

বুধবার ভারতীয় সময়ে গভীর রাতে সুইজারল্যান্ডকে ৩-০ হারিয়ে ইতালি ইউরোর প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেল। ম্যাচের ১৯ মিনিটেই প্রথম গোল করে ফেলেছিল ইতালি। কিন্তু চিয়েলিনির করা গোল বাতিল হয় হ্যান্ডবল হওয়ায়। পরে এই চোটের কারণে চিয়েলিনিকে মাঠ ছাড়তে হয়। তবুও থামানো যায়নি ইটালিকে। ম্যাচের ২৬ মিনিটের মাথায় মানুয়েল লোকাতেলি ১-০ করেন। এরপর আর আটকানো যায়নি ইটালিকে।দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ফের লোকাতেলির নিখুঁত শটে ২-০ এগিয়ে যায় ইতালি। এর পর ৮৯ মিনিটে ইমমোবিল সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে শেষ ষোলোয় জায়গা পাকা করে দেন দলকে।