খেলাধুলা

Euro Cup আপডেট: জার্মানির বিরুদ্ধে ‘হাইভোল্টেজ’ ম্যাচে জিতল ফ্রান্স

এবারের ইউরোয় গ্রুপ-F হল ‘গ্রুপ অফ ডেথ’। একই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও হাঙ্গেরি রয়েছে। চারটিই শক্তিশালী দল। মঙ্গলবার রাতে প্রথম ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলে হাঙ্গেরিকে হারিয়ে দেয় পর্তুগাল। গ্রুপের পরের হাইভোল্টেজ ম্যাচে খেলতে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও শক্তিশালী জার্মান দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল ফ্রান্স, তবে একমাত্র আত্মঘাতী গোলে। যদিও আরও দুটি গোল করেছিল ফ্রান্স, তবে অফসাইডের জন্য বাতিল করে রেফারি। এমবাপের একটি শট বারে লেগে ফেরে। ফলে বোঝাই যাচ্ছে কতটা দাপটের সঙ্গে খেলেছে ফ্রান্স। তবে জার্মানিও ভালো খেলেছে। কিন্তু ফ্রান্সের সংঘঠিত রক্ষণের কাছে ধোপে টেকেনি জার্মানদের আক্রমণ।

জার্মানির মিউনিখে অ্যালিয়াঞ্জ এরিনায় মুখোমুখি হয়েছিল জার্মানি ও ফ্রান্স। ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই খেলতে নেমে জার্মান দল। কিন্তু ফ্রান্স বুঝিয়ে দিল কেন তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ন। কিলিয়ান এমব্যাপে, পল পগবা ও করিম বেঞ্জিমা সুযোগ পেলেই ঝড়ের গতিতে আক্রমণে উঠেছে। অপরদিকে সারা মাঠজুড়ে খেললেন গ্রিজম্যান। ২০ মিনিটে পোগবার দুর্দান্ত পাস থেকে লুকাস হার্নান্ডেজের শট হামেলসের গায়ে লেগে জার্মান গোলে জড়িয়ে যায়। এই গোলই এদিনে দুই দলের মধ্যে ব্যবধান তৈরি করে দিল। ফলে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল ফ্রান্স।