খেলাধুলা ব্রেকিং নিউজ

Euro Cup আপডেট: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইংল্যান্ডের

২০২০ সালের বিলম্বিত ইউরো কাপের গ্রুপ-ডি’র প্রথম ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হারিয়ে দিল ক্রোয়েশিয়াকে। ম্যাচেত ৫৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করলেন স্ট্রাইকার রহিম স্টার্লিং। এই প্রথমবার ইউরোর কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ইংল্যান্ড। আবার একইভাবে নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের জন্য হার স্বীকার করল লুক মদ্রিচের ক্রোয়েশিয়া।

রবিবার ওয়েম্বলিতে প্রত্যাশামতোই দুই শক্তিশালী দলের লড়াইও হল তুল্যমূল্য।ইংল্যান্ডের ঘরের মাঠে খেললেও ক্রোয়েশিয়া প্রথম থেকেই পালটা লড়াই জারি রেখেছিল। মাঝমাঠে দলের অধিনায়ক লুকা মড্রিচ ম্যাচের রাশ রেখেছিলেন। সেখানে হ্যারি কেন-রহিম স্টারলিংরা কিছুটা চাপেই ছিলেন। তবে প্রথমার্ধ গোল শূন্য শেষ হয়। ম্যাচের একমাত্র গোল আসে ৫৭ মিনিটে। কাইল ওয়াকারের পাস ধরে আক্রমণ ওঠেন কেলভিন ফিলিপস, এরপরই স্টার্লিংয়ের জন্য দুরন্ত পাসটি বাড়ান তিনি। যা থেকে গোল করতে ভুল করেননি ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলারটি।