২০২০ ইউরোর দ্বিতীয় সেমি ফাইনালে ফেভারিট ছিল ইংল্যান্ড। তবে কালো ঘোড়া ডেনমার্কও ছেড়ে কথা বলবে না সেটাও জানতেন ফুটবলপ্রেমীরা। ফলে বুধবার রাতে ইংল্যান্ড ও ডেনমার্কের ম্যাচ হল বেশ উপভোগ্য। খেলা হল ১২০ মিনিট, তবে ১০৪ মিনিটের এক বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল। আর লড়াই করেও বিদায় নিল ডেনিশরা।
এদিনের ম্যাচ প্রথম থেকেই তুল্যমূল্য হল। ম্যাচের ৩০ মিনিটে ড্যামসগার্ড ফ্রি-কিক থেকে গোল করে ১-০ এগিয়ে দেন ডেনমার্ককে। এবারের ইউরোয় এটাই একমাত্র সরাসরি ফ্রি-কিক থেকে করা গোল, গোলটিও ছিল দুর্দান্ত। এরপর ৩৯ মিনিটে জায়েরের আত্মঘাতী গোলে ইংল্যান্ড ১-১ সমতা ফেরায়। ফলে বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-১। দ্বিতীয়ার্ধেও কোনও গোল হয়নি, ফলে খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
এক্সট্রা টাইমে আসে কাঙ্খিত গোল। অতিরিক্ত সময়ের ১০২ মিনিটের মাথায় নিজেদের বক্সে স্টার্লিংকে ফাউল করে বসেন ডেনমার্কের মাহলে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি উপহার দেন ইংল্যান্ডকে। ফলে ১০৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তবে পেনাল্টিতে প্রথমে গোল করতে ব্যর্থ হন হ্যারি কেন। তাঁর শট বাঁচিয়ে দেন ড্যানিশ গোলকিপার ক্যাসপার। যদিও বল গোলকিপারের দস্তানায় প্রতিহত হয়ে ফিরে এলে কেন পুনরায় তা জালে ঠেলে দেন। কেনের গোলেই ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। ইংল্যান্ড ফাইনালে খেলবে ইতালির বিরুদ্ধে।