কথায় আছে ‘শেষ ভালো যার সব ভালো’। সোমবার রাতে ইউরোয় তাঁদের গ্রুপ পর্বের শেষ ম্যাচেরাশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ডেনমার্ক। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই হেরে কার্যত বিদায় নিশ্চিত ছিল এরিকসেনের দলের। কিন্তু রূপকথার প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। শেষ ম্যাচে তাঁরা রাশিয়াকে হারল ৪-১ গোলে। আর গোল পার্থক্যে অন্যদের টেক্কা দিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল ডেনমার্ক। কারণ গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে প্রথম হয়ে আগেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল নেদারল্যান্ডস।
এদিন ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে বেশ কয়েকটি নজির গড়ল ডেনমার্ক। যেমন গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ হেরেও পরের পর্বে যাওয়া। মাত্র তিন পয়েন্ট নিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার মতো নজির গড়ে ফেলল ডেনিশরা। পাশাপাশি একটি ব্যক্তিগত নজির গড়লেন ডেনিশ তরুণ ফুটবলার মিকেল ডামসগার্ড। কোনও বড় টুর্নামেন্টের ইতিহাসে তিনিই ডেনমার্কের হয়ে কনিষ্ঠতম গোলস্কোরার। তিনি গোল করলেন ২০ বছর ৩৫৩ দিন বয়সে। উল্লেখ্য, ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন চলতি ইউরোর প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন। আপাতত তিনি সুস্থ।
You must be logged in to post a comment.