ফিফা ক্রমতালিকার শীর্ষে রয়েছে বেলজিয়াম, অপরদিকে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। রবিবার মাঝরাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। লড়াইও হল হাড্ডাহাড্ডি, তবে অঙ্ক কষেই খেলে পর্তুগিজদের হারিয়ে দিল বিশ্বসেরা বেলজিয়াম। গোটা ম্যাচে মাথা ঠান্ডা রেখে রোনাল্ডোকে আটকে দিল বেলজিয়ান ডিফেন্স। আর তাতেই বাজিমাত করলো আজাররা। গোটা ম্যাচে খেলল পর্তুগাল, গোল করল বেলজিয়াম। আর তোগেন আজার ২৫ মিটার দূর থেকে বাক খাওয়ানো শটে দুর্দান্ত গোল করলেন।
বেলজিয়ামের স্পেনীয় কোচ রবের্তো মার্তিনেস বেছে নিয়েছিলেন ৩-৪-২-১ ছক। সামনে একা লুকাকু। একটু পিছন থেকে কেভিন দ্য ব্রুইন ও এডেন অ্যাজ়ার। প্রতি আক্রমণে জোর দিয়েছিল বেলজিয়াম। রীতিমতো অঙ্ক করে খেলল তাঁরা, পর্তুগালের ছন্দ নষ্ট করে তাঁদের মাথা গরম করে দিল প্রতি মুহূর্তে। ম্যাচের ৩৯ মিনিটে তোগেন আজারের বিস্ময় গোল। সেটাই ম্যাচের ভাগ্য গড়ে দিল। এদিনও সামান্য চোট পেয়ে মাঠ ছাড়লেন কেভিন ডি ব্রুইন ও ইডেন আজার। তবুও সমস্যা হয়নি বিশ্বের এক নম্বর দলের। আর রোনাল্ডো ফের হতাশ হয়ে দেশে ফিরবেন। গতবারের ইউরো চ্যাম্পিয়নরা শূন্য হাতেই ফিরছে দেশে। আর বেলজিয়ামের নতুন প্রজন্ম আশার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতি ম্যাচেই।
You must be logged in to post a comment.