খেলাধুলা ব্রেকিং নিউজ

Euro আপডেট: ৩-১ গোলে এগিয়ে গিয়েও টাইব্রেকারে হেরে বিদায় ফ্রান্সের

সোমবার রাতে ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ডের। সকলেই ধরে নিয়েছিল ম্যাচটি হাসতে হাসতে জিতে যাবে ফ্রান্স। হচ্ছিলও তাই, এক গোল খেয়েও তিন গোল করে এগিয়ে যায় পগবা-গ্রিজম্যানরা। কিন্তু ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড, পরপর দুটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে সাকিরিরা।

ফলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ১২০ মিনিট ৩-৩ গোলেই শেষ হল, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমানে সমানে টক্কর চলল, একমাত্র কিলিয়ান এমব্যাপে শেষ শটটি মিস করেন। বলা বাহুল্য সুইস গোলকিপার সেভ করে দলকে জিতিয়ে দেয়। সেই সঙ্গে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন সুইজারল্যান্ডকে। আর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দেশের বিমান ধরলো।

এদিনের ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে সুইসরা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে তখন মনেই হয়নি জিততে পারবে বলে। ম্যাচের ১৫ মিনিটে জুবেরের সেন্টার থেকে হেডে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেয় সেফেরোভিচ। এরপর আরও গোলের জন্য ঝাঁপিয়ে তাঁরা। ফ্রান্স সেভাবে আক্রমণ করতে না পারলেও পোগবার কয়েকটি নিখুঁত পাস থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিল এমব্যাপে। কিন্তু ফরাসি তারকা অবিশ্বাস্যভাবে বল তিনকাঠির বাইরে মারেন। এমব্যাপে একাই তিনটি গোল করতে পারতেন।

ম্যাচের ৫৭ মিনিটে পোগবা ও এমব্যাপের পাস থেকে দুরন্ত গোল করে সমতা ফেরায় করিম বেঞ্জিমা। দুই মিনিট বাদে আবার গোল, এবারও সুইস ডিফেন্স ভাঙলেন তিনি। তবে মূল কৃতিত্ব গ্রিজম্যানের, বলটি শুধু জালে ঠেলেছে বেঞ্জিমা।

৭৫ মিনিটে পল পোগবার দুরন্ত গোল ডান পায়ের বাঁক খাওয়ানো শটে। ফলে ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই সময় কেউ ভাবতেই পারেনি সুইসরা ঘুরে দাঁড়াবে।৮১ মিনিটে সেফেরোভিচ ফের হেডে ব্যবধান কমান। আর ৯০ মিনিটে মারিও সমতা ফেরান সুইসদের হয়ে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।