খেলাধুলা ব্রেকিং নিউজ

Euro Cup আপডেট: লুকাকুর জোড়া গোল, রাশিয়াকে সহজেই হারল বেলজিয়াম

বেলজিয়ামের প্রথম ম্যাচ ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বিরুদ্ধে। ফলে প্রথম ম্যাচেই যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছিল বেলজিয়াম, সেটা ফুটবল পন্ডিতেরা আগাম হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু যে দলে রোমালু লুকাকুর মতো ভয়ানক স্ট্রাইকার রয়েছে তাঁদের জয় নিয়ে খুব একটা ভাবতে হয় না। হলও তাই, জোড়া গোল করলেন মিলানের বেলজিয়ান তারকা। ফলে ইউরোর প্রথম ম্যাচেই সহজ জয় পেল বেলজিয়াম। যদিও দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইন মাঠেই নামতে পারেনি চোটের কারণে। আরেক তারকা ইডেন আজার খেলার শেষের দিকে মাঠে নামলেন। তবুও ৩-০ গোলে বড় জয় পেল বেলজিয়াম।

ম্যাচের ১০ মিনিটের মাথায় এক রাশিয়ান ডিফেন্ডারের ভুলে ফাঁকায় বল পেয়ে যান লুকাকু। দুর্দান্ত টার্নে বলটি নিখুঁদ প্লেসিংয়ে জালে জড়িয়ে দেন বেলজিয়ান স্ট্রাইকার। এরপর একতরফা ম্যাচে বেলজিয়ান ঝড় উঠতে থাকে রাশিয়ার অর্ধে। দ্বিতীয় গোল আসে ৩৪ মিনিটে। রাশিয়ার গোল লক্ষ্য করে শট করেছিলেন থোরগান হাৎসার্ড। রাশিয়ার গোলকিপার সেই শট কোনো রকমে বাঁচালেও তা চলে আসে থমাস মিউনিরের কাছে। তিনি সহজেই বলটি ঠেলে দেন রাশিয়ার জালে। শেষ গোল আসে ম্যাচ শেষের দুই মিনিট আগে। এবারও একক কৃতিত্বে জোরালো শটে রাশিয়ার জালে বল জড়িয়ে দেন রোমালু লুকাকু।