দেশ লিড নিউজ

মুছে যাচ্ছে ব্রিটিশ আমলে তৈরি নিয়ম! পয়লা জুলাই থেকে লাগু দণ্ডসংহিতা সংক্রান্ত নতুন আইন

নতুন ৩টি ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। এই ৩টি নতুন ফৌজদারি আইনের সৌজন্যে বিচার ব্যবস্থা আরও সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

এই নতুন আইনের ফলে কোনও ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যে কোনও থানায় এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী। দীর্ঘ ১৫০ বছরের আইনে বদল আসছে ভারতে, দেশে লাগু হচ্ছে নতুন আইন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রায় বিরোধীশূন্য লোকসভায় নতুন ফৌজদারি আইন সংক্রান্ত তিনটি বিল পাশ হয়। রাজ্যসভা হয়ে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সম্মতি স্বাক্ষরের পরেই দেশে কার্যকর হতে চলেছে ১ জুলাই। পয়লা জুলাই থেকে থেকেই ভারতে কার্যকর হবে দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি নতুন আইন। ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি।

১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি) প্রতিস্থাপিত হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি) প্রতিস্থাপিত হয়েছে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দিয়ে এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’-এর বদলে আসতে চলেছে ‘ভারতীয় সাক্ষ্য আইন’।