ব্রেকিং নিউজ

ইপিএফে বাড়ল সুদের হার

লোকসভা ভোটের আগে চাকরিজীবীদের জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বাড়ল সুদের হার। জানা গিয়েছে, এবার থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ৮.২৫ শতাংশ সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার এমনটাই ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ২০২৩-২৪ অর্থবর্ষে তা কার্যকর হবে ৷ গত তিন বছরে এটি সবচেয়ে বেশি সুদের হার ৷ বর্তমানে ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ। তার আগের অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল ৮.১ শতাংশ। চার দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি পতন ছিল ইপিএফের সুদে।

প্রসঙ্গত, আর কিছুদিন পরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে সরকার পিএফ-এ সুদের হার ৮ শতাংশের উপরে রাখতে পারে বলেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। ইপিএফে সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই খুশি চাকরিজীবীরা। তবে লোকসভা ভোটের আগে ইপিএফে সুদের হার বৃদ্ধিকে নির্বাচনী কৌশল হিসাবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।