রাজ্যে বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে হতাশ হয়েছেন পরিবেশপ্রেমীরা। সোমবার, কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট রাজ্যে গ্রিন বাজি বিক্রি ও ব্যবহারের পক্ষে রায় দেন। স্বাভাবিকভাবেই এই রায় হতাশ করেছে পরিবেশকর্মীদের।
কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে।এছাড়াও ছট পুজো ও বর্ষবরণেও পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
পরিবেশবিদরা অভিযোগ করে জানান, কোনও আতসবাজিই সম্পূর্ণ পরিবেশবান্ধব হতে পারে না। অতএব বাজি ফাটানো হলে কোন ভাবেই দূষণ আটকানো সম্ভব নয়। এছাড়া রাজ্যে পরিবেশবান্ধব বাজির তেমন সরবরাহও নেই। কোনটা পরিবেশবান্ধব বাজি আর কোনটা নয় তা কিভাবে বুঝবে সাধারণ মানুষ? ফলত করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।