দেশজুড়ে করোনা পরিস্থিতির উদ্বেগ আরও বাড়াচ্ছে। রাজধানী দিল্লির পরিস্থিতি গুরুতর। প্রতিদিন নতুন করে হাজার-হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পর এবার করোনার থাবায় দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। বৃহস্পতিবার সকালে গোপাল রাই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন। টুইটে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছেন তাঁদের আইসোলেশনে থাকতে ও করোনা পরীক্ষা করাতে তিনি আবেদন জানিয়েছেন।