ব্রেকিং নিউজ রাজ্য

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সহ গোটা উত্তরবঙ্গ

বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গ। বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত পাহাড় ও সমতল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তিস্তায় তৈরি হয়েছে হরপা বান। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে, দার্জিলিংয়ে।

লাগাতার বৃষ্টির কারণে বুধবার সকালে ফের ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে। কালিম্পঙের লিখুভিরের কাছে ধস নেমেছে বলে খবর। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু গাড়িকে লাভা গোরুবাথান রুট হয়ে চলাচল করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, একনাগাড়ে বৃষ্টির জেরে বুধবার সকালে লিখুভিরের কাছেই ধস নামে। পাহাড় বেয়ে বিশাল পাথর জাতীয় সড়কের উপর পড়ছে। এর জেরে সেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। জাতীয় সড়কের দুই ধারেই গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু করা হয়েছে। এদিকে, তিস্তার জল বাড়তে শুরু করায় তিস্তা বাজার থেকে দার্জিলিংগামী রাস্তা প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে।