আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

English Premier League: ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা

চলতি মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি। দুই দলের সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। যদিও মাঠে দেখা গেল না সেই লড়াই। কার্যত একপেশে ম্যাচে ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে জোড়া গোল করেন আর্লিং হাল্যান্ড।

খেলার শুরু থেকে তিকি-তাকা ফুটবলে ইউনাইটেডকে চাপে রাখেন ফডেন, হাল্যান্ড, জুলিয়ান আলভারেজরা। খেলার ৮ মিনিটে গোলের সুযোগ পেয়ে যায় সিটি। ২৬ মিনিটে বিপক্ষকে গোলের সুযোগ করে দিলেন ইউনাইটেড ফরওয়ার্ড হুইল্যান্ড। ডি বক্সের ভিতর রড্রিকে বাঁধা দেন তিনি। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শট থেকে বল জালে জড়িয়ে সিটিজেনদের এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। খেলার ৩১ মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল ইউনাইটেড। মাঝমাঠ থেকে বল নিয়ে সিটির রক্ষণে ঢুকে পড়েন হুইল্যান্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় সিটির হয়ে ব্যবধান বাড়ান হাল্যান্ড। বাঁ প্রান্ত থেকে বের্নার্দো সিলভার ক্রস জোরালো হেডে জালে জড়ান।

চলতি লিগে ১০ ম্যাচে ১১ টি গোল হয়ে গেল নরওয়ের তারকার। খেলার ৬৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। আর খেলায় ফিরতে পারেনি ইউনাইটেড। ইউনাইটেডকে হারিয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি।