খেলাধুলা ব্রেকিং নিউজ

৩৯ বছর পর অনূর্ধ্ব–২১ ইউরোর শিরোপা জিতল ইংল্যান্ড

স্পেনকে হারিয়ে এবার অনূর্ধ্ব ২১ ইউরো কাপ জিতল ইংল্যান্ড। দীর্ঘ প্রায় চার দশক পর ইউরোপ সেরার খেতাব তুলে নেয় ইংল্যান্ডের খুদেরা।

স্পেন মানেই পাসিং ফুটবল, দৃষ্টিনন্দন ফুটবল। ফাইনালে স্পেন যে ইংল্যান্ডের কাছে কঠিন প্রতিপক্ষ হবে, এনিয়ে কোনো সন্দেহ ছিল না। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে বেশ টেক্কা দিল স্পেনের খুদেরা। ৬৫ শতাংশ বল ছিল স্প্যানিশদের দখলে। তৈরি হচ্ছিল একাধিক গোলের সুযোগ। কিন্তু গোলের সুযোগ তৈরি হওয়া আর গোল হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গোলের খুব কাছে পৌঁছেও কাঙ্ক্ষিত গোলের সন্ধান পেলেন না রড্রি, অ্যাবেল রুই, সের্জিও গোমেসেরা। এক্ষেত্রে কৃতিত্ব দেওয়া উচিত ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে। অপরদিকে প্রথমার্ধে সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল করেন লিয়ারপুলের ফুটবলার কুর্টিস জোন্স। তাঁর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ডের খুদেরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে স্পেন। একেরে পর এক আক্রমনে নাজেহাল করে দেয় বিপক্ষকে। তবে এদিন ইংল্যান্ডের গোলমুখ খুলতে পারেনি গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা স্পেন। হাড্ডাহাড্ডি ম্যাচে এদিন দুই দলের একজন করে ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের একদম শেষের দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্পেন। পেনাল্টি থেকে স্পেনকে গোল করে সমতা ফেরাতে পারেনি আবেল রুইজ।