জেলা ব্রেকিং নিউজ

দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফের আজ দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে পাটের গুদাম ও বাজারগুলিতে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর সহ একাধিক বাজারে লাগাতার অভিযান দুর্নীতি দমন শাখার প্রতিনিধি।

দিকে দিকে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। সবজি থেকে শুরু করে মাছ, মাংস ও ডিমের মত আমিষ খাদ্যদ্রব‍্যের মূল্যবৃদ্ধিতে আগুন লেগেছে সাধারণ মানুষের হেঁসেলে। সেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজ্য সরকার। আর আজ সেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতা থেকে বসিরহাটে আসে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ছয় সদস্যের এক প্রতিনিধি দল।

বসিরহাট মহকুমার বসিরহাট টাকি বাদুড়িয়া স্বরূপনগর সহ একাধিক বাজারে হানা দিয়ে সবজি থেকে শুরু করে মাছ মাংস ডিম বিক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্য নিয়ন্ত্রণ এবং গুণগত মান নিয়ে কথা বলেন তারা। এছাড়াও এই ধরনের ব্যবসায় মজুতদার ও ফোরেদের দৌরাত্ম্য কমাতে আজ সকাল থেকে বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর সহ বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন ওই প্রতিনিধি দল। রাজ্য সরকারের ঘোষিত মাংসের দাম সহ নির্ধারিত দ্রব্যমূল্য ঠিক নিচ্ছে কিনা তাও সরেজমিনে খতিয়ে দেখেন তারা। পাশাপাশি মজুতদাররা যাতে অবৈধভাবে মাল মজুত করতে না পারে সে বিষয়ে নজর দিতে বাজারে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা।