আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জল্পনার অবসান, কমলা হ্যারিসকে সমর্থন ওবামা দম্পতির

অবশেষে সব জল্পনার অবসান। ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। শুক্রবার মাত্র এক মিনিটের একটি ভিডিও ফোনকলে হ্যারিসকে এই সমর্থন জানাতে দেখা গেছে ওবামা দম্পতিকে।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে বারাক ওবামা সমর্থন করবেন কিনা তা নিয়ে দিন কয়েক ধরেই নানা জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান হল শুক্রবার।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী মিশেল ওবামার মতে, কমলা হ্যারিসের ‘দূরদর্শিতা, বিশিষ্ট গুণাবলী এবং শক্তি’ আছে যা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকাটা জরুরি।’

ওবামার স্ত্রী মিশেল আরও বলেন, “আমি আপনাকে নিয়ে গর্বিত। এই নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে।”
একই সাথে জানানো হয়েছে, খুব শিগগিরই হ্যারিসকে প্রকাশ্যে সমর্থনের পরিকল্পনা রয়েছে ওবামার।

এদিকে নির্বাচনী প্রচারে নেমে প্রথম সমাবেশেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ হয়ে উঠেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নভেম্বরের নির্বাচনকে তিনি ‘প্রাক্তন প্রসিকিউটর এবং দোষী সাব্যস্ত অপরাধীর মধ্যে একজনকে বেছে নেওয়ার’ লড়াই হিসেবে বর্ণনা করেছেন।

থেমে নেই ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “কমলা একজন ‘উগ্র বামপন্থি পাগল। যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না”