ব্রেকিং নিউজ রাজ্য

বিতর্কের অবসান! ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথের দিনক্ষণ স্থির করল রাজভবন

ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানো নিয়ে অবশেষে জট কাটল। সব জটিলতা কাটিয়ে ফের ধূপগুড়ির বিধায়কের শপথের দিনক্ষণ স্থির করল রাজভবন।

জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর, শনিবার নির্মলবাবুর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই ধূপগুড়ির বিধায়কের কাছে রাজভবনের তরফে শপথগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে রাজভবনে এসেই তাঁকে শপথ নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধূপগুড়িতে চিঠি পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, বিধায়ক বাড়িতে না থাকায় চিঠিটি বিধায়কের হয়ে ‘রিসিভ’ও করা হয়েছে। তাঁর সঙ্গে পরে পরিষদীয় দলের কথা হয়। পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতা চলে আসার নির্দেশ দেয়। সূত্রের খবর, শুক্রবার তিনি কলকাতা আসছেন ।

প্রসঙ্গত, মঙ্গলবারই নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানো প্রসঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের ক্ষোভ প্রকাশের পরই শোনা যায় শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হচ্ছে ডেপুটি স্পিকারকে। যদিও ডেপুটি স্পিকার জানিয়ে দেন, তিনি কোনও চিঠি পাননি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও জানান, রাজভবনের তরফে ডেপুটি স্পিকারকে কোনও চিঠি দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল একটি চিঠি পাঠিয়েছেন। আর সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তফশিলি উপজাতির ওই বিধায়কের শপথ রাজভবনেই করাতে চান।