দীর্ঘ টানাপোড়েন শেষে মিলল রাজভবনের সম্মতি। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দুটি বিলে সই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধিতে আর কোনও বাধা রইল না। ওই বিল দুটিতে অনুমোদন দিয়ে ছেড়ে দিল রাজভবন।
সোমবারই মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা কার্যকর করতে দুটি আইনে সংশোধনী আনতে হবে। আইন দুটির মধ্যে প্রথমটি হল, ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামিউজমেন্টস) অ্যাক্ট ১৯৩৭’ এটি বিধায়কদের বেতন সংক্রান্ত। দ্বিতীয়টি, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’, এটি মূলত মন্ত্রীদের বেতন সংক্রান্ত।
যদিও দুটি আইনের সংশোধনী সংখ্যাগরিষ্ঠতার জেরে শাসক দল কার্যকর করাতে পারলেও শেষ পর্যন্ত আইনে পরিণত হতে স্বাক্ষর লাগবে রাজ্যপালের। রাজ্যপাল মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর করবেন কিনা, তা নিয়ে রবিবার থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। সোমবারও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিল পাশের জন্য পুজোর মুখে সংশোধনী আনা হলেও তা সোমবার পাশ হয়নি। যদিও এদিন রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই রাজ্য বিধানসভায় বিধায়কদের ভাতা সংক্রান্ত বিলটি পেশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রীদের ভাতা সংক্রান্ত বিলটি পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার তাতে সই করলেন রাজ্যপাল।