খেলাধুলা

জল্পনার অবসান! ভারতীয় দলের হেড কোচ পদের জন্য আবেদন রাহুলের

মঙ্গলবার, একেবারে শেষলগ্নে ভারতীয় দলের হেড কোচ পদের জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়। তবে কি জল্পনার অবসান ঘটতে চলেছে! ‘দ্য ওয়াল’ হেড কোচ হলে, এনসিএ প্রধানের চেয়ারের পদ ফাঁকা থাকবে। সেই চেয়ারে বসার দৌড়ে এগিয়ে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। 

জানা গিয়েছে, বিশ্বকাপের পরে শাস্ত্রীর সঙ্গে সঙ্গে মেয়াদ শেষ হতে চলেছে বোলিং ও ফিল্ডিং কোচ ভরত অরুণ ও আর শ্রীধরেরও।

আগে জুনিয়র দলের কোচ হিসেবে দারুণভাবে সফল রাহুল দ্রাবিড়। স্বাভাবিকভাবেই উঠে এসেছিল রাহুল দ্রাবিড়ের নাম।পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি কোচের নাম ও শোনা যায়। নাম শোনা গিয়েছিল লক্ষ্মণ এবং কুম্বলেরও।  

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ হয়ে সিনিয়র দলের দায়িত্ব প্রথমে নিতে চাননি তিনি। এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত বদল।