‘ক্ষমতায় এলে এনকাউন্টার করে দেব’ বুধবার একটি অবরোধে এমনটিই বলতে শোনা যায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। পুরভোটের প্রাক্কালে বিধায়কের এহেন মন্তব্যে কার্যতই আবারও অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির।
ধবার দুপুরে, চাঁদপাড়া এলাকায় বিজেপির অবরোধে সামিল হয়ে এমনই হুঁশিয়ারি দেন তিনি। এদিন প্রায় ৩০ মিনিটের বেশী সময় ধরে গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া বাজার অবরোধ করে রাখে বিজেপি। অভিযোগ, মঙ্গলবার, নদীয়ার কল্যাণীতে, বিজেপির দলীয় কর্মীসভা চলাকালীন ওখানে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।সেই হামালায় আক্রান্ত হন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস। এদিন এই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধে নামে বিজেপি। অবরোধ চলে আরও বিভিন্ন জায়গাতেও। এদিন দুপুরে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানেই ভাষণ দেওয়ার সময় এহেন বিতর্কিত মন্তব্য করেন ওই বিজেপি নেতা।
তাঁকে বলতে শোনা যায়, ‘ আমাদের সভাপতিকে পার্টি অফিসের মধ্যে ঢুকে মারতে চেষ্টা করা হয়েছে। যারা তালিবান শাসনে বিশ্বাসী, তৃণমূলের সেই সব হার্মাদদের বলে দিতে চাই আমরা ক্ষমতায় এলে এই সব পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করা হবে’। তিনি আরও বলেন, ‘পুলিশকে কাজে লাগিয়ে বিজেপির নেতা কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল। আমাদের সভাপতির গাড়িও ভাঙচুর করা হয়েছে। পুরো ব্যাপারটি ভীষণই নিন্দনীয়’।
সামনেই বাংলার চার পুরসভায় নির্বাচন। এর মধ্যে খোলা ময়দানে বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে যে আরও কিছুটা বাড়ল গেরুয়া শিবিরের অস্বস্তির পারদ, তা বলাই বাহুল্য।