সকালে ধরা পড়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন। দুপুরে এনকাউন্টার অভিযানেও সাফল্য পেল উপত্যকার নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এনকাউন্টার অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে খবর, সিআরপিএফ জওয়ান ও জম্মু-কাশ্মীরের সেনা বাহিনীর সহায়তায় চলতি বছরেই এখনও অবধি ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, সোপোরে যে এনকাউন্টার অভিযান শুরু হয়েছিল, তাতে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গতকাল রাতেই এক জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী। তারপর আজ ভোররাতে অপর লস্কর জঙ্গিকেও নিকেশ করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
আইজিপি বিজয় কুমার জানান, মৃত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর–ই–তৈবার কম্যান্ডার। মৃত ওই জঙ্গির নাম ফায়াজ ওয়ার। উপত্যকায় একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল সে। উত্তর কাশ্মীরে সেনাবাহিনী ও সাধারণ মানুষের উপর হামলা চালানোর অভিযোগও ছিল তাঁর উপর। গত জুন মাসেই সোপোরে হামলা চালায় লস্কর-ই-তৈবার জঙ্গিরা। সেই ঘটনায় দুইজন নাগরিক ও দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। সেই ঘটনায় সরাসরি জড়িত ছিল ফায়াজ ওয়ার ও মুদাসির পণ্ডিত নামক দুই জঙ্গি।