অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন এনামুল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করেন। ইডির সেই মামলায় এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট।
সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে ইডি তাঁর জামিনের বিরোধিতা করেছে একাধিকবার। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানেও জামিন পেয়ে গেলেন ব্যবসায়ী।সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরুপাচার তো বটেই, সঙ্গে হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল এনামুলের বিরুদ্ধে।
ইডির তরফে অভিযোগ উঠেছিল, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের মধ্যে এনামুলের সঙ্গে মোটা টাকা লেনদেন হয়েছিল বিকাশ মিশ্র ও তাঁর দাদা বিনয় মিশ্রের। যে টাকার পরিমাণ ৬ কোটির বেশি। এই খবর পাওয়ার পরই বিকাশকেও গ্রেফতার করেছিল ইডি। তার প্রায় তিন বছর পর ২০২০ সালের নভেম্বরে এনামুলকে সিবিআই গ্রেফতার করে। যদিও সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন এনামুল।