দেশ ব্রেকিং নিউজ

Employment In W.B: ভারতে সর্বোচ্চ কর্মসংস্থানের নিরিখে চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ

২০১৯ এর লোকসভা ভোট এবং ২০২১ এর বিধানসভা ভোটের পূর্ববর্তী কাল এবং পরবর্তীকালে বিরোধীরা লাগাতার সোচ্চার হয়েছে বঙ্গের কর্মসংস্থান নিয়ে। মূলত বিরোধীদের অভিযোগের তীর ছিল সরকারের দিকে। অভিযোগ রাজ্যে কোন কর্মসংস্থান নেই বেকারত্বের হার ক্রমবর্ধমান। ন্যাশনাল এম্প্লয়াবিলিটি টেস্ট অনুযায়ী উচ্চ কর্মসংস্থানের যোগ্য যুবসম্পদের সামগ্রিকভাবে ৬৩.৪ শতাংশ প্রাপ্যতা পেয়েছে রাজ্য । রাজ্যের মধ্যে ইংরেজিতে উপলব্ধ দক্ষতা এবং সংখ্যাগত দক্ষতা, কম্পিউটার দক্ষতা এবং সুচিন্তিত চিন্তা ভাবনার জন্য শীর্ষ ১০ রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে বঙ্গ।

রাজ্য চালিত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন অঞ্চলে দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের উপর বরাবরই দৃষ্টি দিয়েছে। অন্য অপর একটি প্রকল্প যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “উৎকর্ষ বাংলা”। যার মাধ্যমে প্রতি বছর ৬ থেকে ৮ লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২০ সালে রাজ্যে দক্ষতার জন্য ১১০৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, এই সকল কর্মকাণ্ডের ফলে কর্মসংস্থানে আশ্চর্য উন্নতি ঘটেছে। রাজ্য চালিত উদ্যোগগুলির মধ্যে অন্য অপর একটি উদ্যোগ স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ৩ লাখেরও বেশি প্রার্থীদের স্থান দিতে সক্ষম হয়েছে। নিজের বাড়িতে কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে বাংলা শীর্ষ তালিকায় রয়েছে। যার প্রভাব আগামী দিনে রাজ্যে আইটি পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।