গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়ানো মারণ ভাইরাস আবারো চোখ রাঙ্গানো শুরু করে দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর গোটা দেশের পরিসংখ্যান বলছে তৃতীয় ঢেউয়ের সময়কাল শুরু হয়ে গিয়েছে। করোনা ভ্যাকসিন আসার পর করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই ভাইরাস। সঙ্গী হয়েছে তার নতুন প্রজাতি ওমিক্রণ।
এমত অবস্থায় রাজ্যবাসীকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কিছুটা বিরক্তির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও কিন্তু অনেকেই কথা শুনছেন না, মাস্ক কিন্তু অনেকেই পরছেন না। রেস্তোরাঁয় খেতে যাওয়ার সময় মাস্ক থাকছে পকেটে, খেতে ঢোকার আগে মুখে চাপাচ্ছেন কারণ নাহলে রেস্তোরাঁয় ঢুকতে পারবেন না যে। আর মাঝের সময়টা গোটা রাস্তা মাস্ক থাকছে না মুখে।’
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন, এখন আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও সংক্রমণ বাড়লে কড়া পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে আরও কড়া বিধিনিষেধ হতে পারে।’
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন। মাথায় রাখবেন আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে।’