দেশ ব্রেকিং নিউজ

প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন

প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন। সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। অর্থনীতিবিদ অভিজিৎ সেন ছিলেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য। দেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য৷

দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটি-তে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ‘কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ -এর একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন।

১৯৫০ সালে ১৮ নভেম্বর জামশেদপুরে জন্মগ্রহণ করেন তিনি। দিল্লির সর্দার পাটেল বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দিল্লির স্টিফেন কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়়াশোনা করেন। পরে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জন পরিষেবা প্রদানের জন্য ২০১০ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। দেশের অর্থনৈতিক পরিসরে তাঁর ব্যাপক অবদান রয়েছে।

১৯৮৫ সালে জেএনইউ’র সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড প্ল্যানিংয়ে যোগদান করেন তিনি। ১৯৯৭ সালে ইউনাইটেড ফ্রন্ট গর্ভমেন্ট তাঁকে ‘এগ্রিকালচার অস্ট অ্য়ান্ড প্রাইস’-এর চেয়ারম্যান পদে নিযুক্ত করে। তিন বছর পর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হলে এনডিএ সরকার তাঁকে আরও একটি গুরুত্বপূর্ণ কমিটির প্রধান করে। ২০০৪ সালে তাঁকে প্ল্যানিং কমিশনের সদস্য করা হয়। পাঁচ বছর কার্যকালীন মেয়াদ অতিক্রান্ত করার পর ২০০৯ সালে তাঁকে পুনরায় নিজের পদে বহাল করা হয়।