প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বুধবার রাতে পুণের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গেছে, গত পনেরো দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। বুধবার সন্ধ্যা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরই এল তাঁর প্রয়াণের খবর। না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। সূত্রের খবর, তাঁর মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে ১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন। ১৯৯৯ সালে, সঞ্জয় লীলা বনসালির ছবি ‘হাম দিল দে চুকে সানাম’-এ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেতা। ‘ভুল ভুলাইয়া’, ‘দিল সে’, ‘দে দানা দান’, ‘হিচকি’, ‘নিকাম্মা’, ‘মিশন মঙ্গলের’ মতো একাধিক বলিউডের হিট ছবিতে তাঁর অভিনয় উল্লেখযোগ্য। ২০১০ সালে জাতীয় পুরস্কার পান মারাঠি সিনেমা অনুমতির জন্য। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির ‘নিকাম্মা’-তে।