চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা। অভিযোগ, টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না চাকরি প্রার্থীরা, উল্টে দেওয়া হচ্ছে হুমকি। এমনই অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে গণপিটুনি চাকরি প্রার্থীদের। শুধু তাই নয়, তার স্ত্রী মলিনা নায়েক যিনি পঞ্চায়েত সমিতির সদস্যা তাকেও মাটিতে ফেলে বেধড়ক মার চাকরি প্রার্থীদের।
জানা গেছে, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার কোটবাড় গ্রামের এক তৃণমূল নেতা। টাকা ফেরত না পেয়ে চাকরিপ্রার্থীরা ওই নেতার বাড়িতে আজ চড়াও হয়। এরপর বাড়ি ভাঙচুর করে মারধর করা হয় তৃণমূল নেতার ছেলে ও স্ত্রীকে।
শেষ খবর পাওয়া অবধি, তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে এখনও চাকরি প্রার্থীরা তুমুল বিক্ষোভ দেখিয়ে ধরনা দিচ্ছেন।শয়ে শয়ে গ্রামবাসীরা দেখছেন এই দৃশ্য। যদিও তৃণমূল নেতা শিব শংকর নায়েক বাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘরে ঢুকতে গেলে পঞ্চায়েত সদস্যা বাধা দিতে গেলে তাকে বাড়ির বাইরে টেনে এনে মাটিতে ফেলে মহিলারা ব্যাপক মারধর করে। ঘটনায় ব্যাপক উত্তেজনায় রয়েছে গোটা এলাকায়। খবর, প্রায় ১৫ জন চাকরিপ্রার্থী সহ তাদের পরিবারের লোকজন চড়াও হয়েছে তৃণমূল নেতার বাড়িতে।