ব্রেকিং নিউজ রাজ্য

ফের চার দিনের সিবিআই হেফাজতে অনুব্রত

শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। দশ দিনের সিবিআই হেফাজতের পর শনিবার তাকে তোলা হয় আদালতে। বিচারক দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে পুনরায় চার দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

এদিন সকালে অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে নিয়ে আসার সময় আসানসোল আদালত চত্বরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় । এদিন আদালতে ঢোকার মূল গেট থেকে গোটা আদালত চত্বরে প্রচুর পুলিশ কর্মী ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। ব্যারিকেট করে দেওয়া হয়েছিল আদালত বিল্ডিংয়ের প্রবেশপথ । সিবিআই আধিকারিকরা, অনুব্রত মণ্ডলকে আদালতে নিয়ে ঢোকার কিছুক্ষণ আগে কংগ্রেসের পক্ষ থেকে মাগুর মাছ হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভকে ঘিরে কংগ্রেস কর্মী সমর্থক ও স্থানীয় কিছু যুবকের মধ্যে বচসা তৈরি হয়। স্থানীয় ওই যুবকরা জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে, পুলিশ গিয়ে দুপক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় ।

এদিন অনুব্রত মণ্ডলকে আদালতে নিয়ে হাজির করার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকে স্থানীয় জমায়েত করা যুবকেরা। অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন, অপরদিকে সিবিআই আইনজীবী, এই জামানতের বিরোধিতা করেন বিচারক দুপক্ষের সওয়াল শোনার পরে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন।