আন্তর্জাতিক

সপাটে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট

মোবাইল হাতে প্রেসিডেন্টের ছবি তুলছিলেন অনেকেই। জনতার দিকে হাসিমুখে এগিয়ে যান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আর তখনই ঘটে সেই ঘটনা। এক ব্যক্তি আচমকাই প্রেসিডেন্টের গালে সপাটে চড় মারেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁর দেহরক্ষীরা। সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্টকে। এই নিয়ে তৃতীয়বার অপদস্ত হতে হল ফরাসি প্রেসিডেন্টকে৷
সবুজ টি–শার্ট পরা এক ব্যক্তি চড় মারেন ম্যাক্রোঁর গালে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দু’জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একজন চড় মারায় অভিযুক্ত, অন্যজনের ভূমিকা নিয়ে কিছু জানায়নি পুলিশ। তাঁদের পরিচয় জানা যায়নি। দেশের জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে ফ্রান্সের ড্রোম এলাকায় গিয়েছিলেন তিনি৷ তাঁকে দেখতে জড়ো হয়েছিল বেশ কিছু মানুষ।
দেশ জুড়ে সফর করছেন ম্যাক্রোঁ। এদিন ছিল সেই সফরের দ্বিতীয় দিন। আগামী দু’‌মাসে বেশ কয়েক জায়গায় সফর করবেন তিনি। করোনা পরিস্থিতি নিজে খতিয়ে দেখতে চান ম্যাক্রোঁ। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ নিপাত যাক স্লোগান দিতে থাকে ওই জনৈক যুবক।