রাজ্য লিড নিউজ

মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা ১৮ সেপ্টেম্বর মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর রবিবার থেকে কাজে ফিরেছেন। নবান্নে হওয়া ওই বৈঠকের নির্যাস লেখা একটি পত্র মুখ্যমন্ত্রীর কাছেও জমা দিয়েছিল জুনিয়র চিকিৎসকেরা। তবে কাজ শুরু করার আগে তাঁরা হুঁশিয়ারিও দিয়েছিলেন তাঁদের যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে তা পূরণ না হলে ফের ধর্নায় ফিরতে পারেন তাঁরা।

তাঁদের অভিযোগ, সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতিগুলি যথাযথ ভাবে পালন করা হয়নি। এই নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে তাঁরা মোট সাত দফা দাবির কথা জানিয়েছেন। ইমেলে উল্লেখ করা দাবি গুলি হল—

প্রথমত, সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’ বন্ধ করতে হবে। কমিটি গঠন করে কড়া পদক্ষেপ নিতে হবে হুমকির সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে।

দ্বিতীয়ত, রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। এবং ওই কমিটির সদস্য হবে শুধু কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তাররা।

তৃতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব কলেজ কাউন্সিলের একটি বৈঠক ডেকে মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দিতে হবে, যাতে সুষ্ঠুভাবে ভোটের মাধ্যমে কলেজ ইউনিয়নের ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়।

চতুর্থত, আগামী সাতটি কর্মদিবসের মধ্যে রাজ্যকে একটি অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। এই কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের নামে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

পঞ্চমত, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স মোতায়েন করতে হবে। যাঁরা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান করবে।

ষষ্ঠত, আগামী সাতটি কর্মদিবসের মধ্যে কলেজ, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, প্রতিরোধ কমিটিকে সক্রিয় করে তুলতে হবে। প্রতিটি কমিটিতে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে প্রতিনিধিত্ব দিতে হবে। সপ্তমত ও শেষ দাবি, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ মেনে স্বচ্ছ বদলি নীতি কার্যকর করতে হবে।