লাইফস্টাইল

দূর করুন চোখের নিচের ফোলাভাব

চোখের নিচে ফোলাভাব নিয়ে অনেকেই চিন্তিত থাকেন! চোখের নিচের ফোলাভাব বয়স বাড়িয়ে দেয় অনেকটাই। তবে কি ব্যবহার করলে চোখের নিচের ফোলাভাব দূর হবে তা অনেকেরই অজানা। যদিও এই সমস্যার সমাধানে বাজারচলতি অনেক প্রসাধনীই রয়েছে। তবে আদৌ কি সেসব চোখের ভোলাভাব দূর হয়? বরং এসব কেমিকেলযুক্ত প্রসাধনী ব্যবহারে ত্বকসহ চোখেরও ক্ষতি হতে পারে। তার চেয়ে বরং রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে দূর করুন চোখের নিচের ফোলাভাব-

নুন জল
চোখের নিচের ফোলাভাব দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম জলে পরিমাণ মতো নুন মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি কটন বা সুতি কাপড় দিয়ে ভিজিয়ে নিন। এরপর চোখের উপর দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম
ডিমের সাদা অংশটি একটু বিট করে ফোম বানিয়ে নিন। এই ফোমটি দ্রুত করবেন যাতে ফোমটি ঠান্ডা থাকে। এরপর এটি চোখের পাশে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিটের মতো। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।

দুধ
ঘন দুধ চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিটের মতো। তারপর ধুয়ে নিন। এতে চোখের পাশের কালো দাগ ও দূর হয়ে যাবে।

শশা
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য শসার রস অনেক উপকারী। ঠিক তেমনি চোখের ফোলাভাব দূর করতেও এটি কার্যকর। শসার এনজাইম ত্বকের ইনফ্লেমেশন কমিয়ে ত্বকের কালো দাগ ও ফোলা দূর করে থাকে। কয়েকটা শসার টুকরো ফ্রিজে ১০ মিনিটের জন্য রাখুন। এরপর টুকরোগুলো চোখের নিচে রাখুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল ও বরফের টুকরো
চোখের ফোলাভাব দূর করতে এই দুটো জিনিস খুবই উপকারী। প্রথমে এক টুকরো বরফ নিয়ে চোখের নিচে হালকাভাবে পাঁচ মিনিটের মতো ম্যাসাজ করে নিন। এরপর অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।